তাইওয়ান ঘিরে দ্বিতীয় দিনের মতো চীনের সামরিক মহড়া

বিদেশে এখন
0

তাইওয়ানের চারপাশে দ্বিতীয় দিনের তো চলছে চীনের সেনাবাহিনী আর নৌবাহিনীর মহড়া। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড রকেট উৎক্ষেপণ যান প্রস্তুত করছে।

সেনাবাহিনী আর কোস্টগার্ড যুদ্ধবিমান আর রণতরী নিয়ে মহড়ায় অংশ নিয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) চীনের ১০টিরও বেশি রণতরী তাইওয়ান সীমান্ত থেকে মাত্র ৪৪ কিলোমিটার দূরে ছিল।

বিপরীতে তাইওয়ানও নিজেদের রণতরী পাঠায় জলসীমায়। তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে মঙ্গলবার থেকে স্বায়ত্বশাসিত দ্বীপাঞ্চলের আশপাশে পুরোদমে মহড়া শুরু করেছে বেইজিং।

এমন অবস্থায় তাইওয়ান সরকারকে চীনের প্রতি নমনীয় হওয়ার আহ্বান জানাচ্ছেন সেখানকার সাধারণ মানুষ।

ইএ