সৌদিতে বৈঠকের আগেই ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা

বিদেশে এখন
0

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার আগেই ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। শনিবার (২২ মার্চ) রাতে কিয়েভের একটি আবাসিক ভবনে এ হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে নিহত হয়েছে ৩ জন ও আহত হয়েছে প্রায় ১২ জন।

রাশিয়ার পাঠানো বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত কয়েকদিনে বেশ কয়েকবার ফোনে কথা বলেছেন।

সোমবার এ ইস্যুতে সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইএ