বিদ্যুৎ বিভ্রাটে হিথ্রো বিমানবন্দর বন্ধ, বাতিল সব ফ্লাইট

বিদেশে এখন
0

বিদ্যুৎ বিভ্রাটের কারণে আজ (শুক্রবার, ২১ মার্চ) সারাদিন বন্ধ রাখা হবে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর। লন্ডনের সবচেয়ে বড় বিমানবন্দরের পার্শ্ববর্তী বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এই আগুনের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন ১৬ হাজারের বেশি পরিবার। হিথ্রো বিমানবন্দরে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০ বিমান ওঠা নামা করে।

ফ্লাইট রাডারের তথ্য বলছে, বিমানবন্দরটিতে অবতরণের অপেক্ষায় থাকা কমপক্ষে ১২০টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। গেল বছর বিমানবন্দরটিতে যাত্রী আগমনের সংখ্যা ছিল ৮ কোটির বেশি।

ইএ