যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ভয়ংকর দাবানল

ভয়াবহ দাবানল
ভয়াবহ দাবানল | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ভয়ংকর দাবানলে একটি শহরের অনেক ঘরবাড়ি পুড়ে গেছে। সাধারণ মানুষকে জরুরি ভিত্তিতে শহর ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

স্টিলওয়াটার শহর কর্তৃপক্ষ বলছে, এখানকার অনেক এলাকা এখনো জ্বলছে। হাজার হাজার মানুষ বিদ্যুতবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ওকলাহোমার কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে।

দাবানল কবলিত এলাকা দূষিত হয়ে বাতাস ভারি হয়ে গেছে। এই এলাকায় ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইএ