যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের খনিজ চুক্তিই কিয়েভকে নিরাপত্তা দেবে

বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের খনিজ চুক্তিই কিয়েভকে নিরাপত্তা দেবে। হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৈঠক শেষে কথা বলেন দুই নেতা। রুশ প্রেসিডেন্ট ভরসাযোগ্য ব্যক্তি কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে-পুতিনের ওপর বিশ্বাস রেখে বিষয়টি যাচাই করার আহ্বান জানান ট্রাম্প।

অন্যদিকে স্টারমার বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আগ্রাসনকারীকে পুরস্কৃত করা ঠিক হবে না।’

এদিকে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন দুই নেতা।

ইএ