সিরিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত ২০

0

সিরিয়ায় গাড়িবোমা হামলায় প্রাণ গেছে তিন শিশু ও ১১ নারীসহ কমপক্ষে ২০ জনের। আহত হয়েছে অনেকে। সোমবার (৩ ফেব্রুয়ারি) উত্তরের আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে হয় এ হামলা।

হাসপাতালকর্মীরা জানান, রাতে বেশিরভাগ কৃষক আরোহীদের বহনকারী একটি যানের কাছে বিস্ফোরিত হয় গাড়িবোমাটি। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। অঞ্চলটিতে সশস্ত্র কুর্দিদের বিরুদ্ধে লড়ছে তুরস্কপন্থি বিভিন্ন বাহিনী।

গেল এক মাসে অঞ্চলটিতে এটি সপ্তম গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা। তবে ডিসেম্বরে সিরিয়ার আড়াই দশকের স্বৈরশাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি।

সেজু