আজ (সোমবার, ২৭ জানুয়ারি) অবৈধ এলপিজি গুদামে গ্যাস ভরার কাজ চলাকালীন গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি তীব্র শক্তিতে বিস্ফোরিত হয়। এতে আশপাশের এলাকাও কেঁপে ওঠে।
অন্তত ২০টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়, আংশিক ক্ষতিগ্রস্ত আরও প্রায় ৭০টি ঘরবাড়ি। ঘটনাস্থলেই প্রাণ যায় এক শিশু ও দুই নারীসহ কয়েকজনের।
কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সির্ভিস। নগর পুলিশ জানিয়েছে, দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কার ট্রাকের একটি ভালভে ফুটো ছিল, যা থেকে গ্যাস বেরোচ্ছিল।
গ্যাস ছড়িয়ে পড়ায় এলাকাটি খালি করে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।