ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি

ইমরান খান
ইমরান খান | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের সঙ্গে পরিবার ও পিটিআই নেতাদের সাক্ষাৎ করতে না দিলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী জোটের নেতারা। হাইকোর্টের আদেশ সত্ত্বেও ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে না দেয়ায় আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন তার বোন আলিমা খান। শেহবাজ শরীফ সরকার ইমরানের মৃত্যুর গুজব উড়িয়ে দিলেও বাবার সুস্থতার প্রমাণ চেয়েছেন ইমরান পুত্র।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরের দৃশ্য। ২০২৩ এর আগস্ট থেকে এ কারাগারে বন্দি হয়ে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাবন্দি এ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গেল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আদিয়ালার বাইরে জড়ো হন ইমরান সমর্থক ও তার পরিবারের সদস্যরা। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেয়া হয়নি তাদেরকে। এ নিয়ে টানা তিন সপ্তাহ ধরে ইমরানে কারোর সঙ্গেই দেখা করতে দিচ্ছে না আদিয়ালা জেল কর্তৃপক্ষ।

ইমরান খানের মৃত্যুর খবর গুজব বলে মন্তব্য করেছে শাহবাজ শরীফের সরকার। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারছেন না পিটিআই সমর্থক, কর্মী ও বর্তমান বিরোধী জোটের নেতারা। বাবার বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন খোদ ইমরান পুত্র।

এমন পরিস্থিতিতে গতকাল (শুক্রবার, ২৮ নভেম্বর) পাখতুনওয়ালা মিল্লি আওয়ামী পার্টির নেতা মেহমুদ খান আসাকজাই হুঁশিয়ারি দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীকে তার পরিবার ও দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে না দিলে দেশজুটে বিক্ষোভের ডাক দেবে বিরোধী জোট। পার্লামেন্ট হাইজের বাইরে বিরোধীদলগুলোর সম্মিলিত সংবাদ সম্মেলনে আসাকজাই আরও বলেছেন, সিন্ধি, বালুচ, পশতুন এবং পাঞ্জাবিদের অনেক কষ্টে আটকে রাখা হয়েছে। একবার নির্দেশ দিলে তারা দেশ অচল করে ফেলবেন।

আরও পড়ুন:

এর আগে ইমরান খানের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রীকে ডেথ সেলে রাখা হয়েছে। হাইকোর্টের আদেশ সত্ত্বেও ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে না দেয়ায় আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে ইমরানের বোন আলিমা খান মন্তব্য করেছেন, এমনটা চলতে থাকলে ক্ষমতাসীনদের দেশ ছেড়ে পালাতে হবে।

আলিমা খান বলেন, ‘আপনারা যদি ইমরান খানকে স্পর্শ করেন, আমিও দেখবো আপনারা কীভাবে পালিয়ে যান। এখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আমরা জেলারকে অনুরোধ করেছিলাম দুই থেকে তিন মিনিটের জন্য ইমরান খানের সঙ্গে দেখা করতে দেয়া হোক। আমি জানিয়েছি, আমরা রাজনৈতিক আলাপের জন্য এখানে উপস্থিত হইনি। কিন্তু আমাদের অনুমতি দেয়া হয়নি।’

যদিও শেহবাজ শরীফের এক মন্ত্রী সংবাদ মাধ্যম ডনকে বলেছেন, কারাবন্দি নেতার সঙ্গে সাক্ষাতের চেষ্টা ও রাজনৈতিক আলাপ করা জেল নিয়মের লঙ্ঘন। কিন্তু ইমরানের দল পিটিআই বলছে, আদালত কর্তৃক নির্ধারিত মঙ্গলবার ও বৃহস্পতিবারের সাক্ষাৎ সূচি মানা হচ্ছে না। পাকিস্তানের কারাগার ম্যানুয়ালে বলা আছে, বন্দিদের সাক্ষাৎ ও ফোনকলের অনুমতি তাদের ভালো আচরণের ওপর নির্ভরশীল। বন্দি কার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন বা পারবেন না এ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা জেল সুপারিন্টেনডেন্টের হাতে।

এসএস