কৃষ্ণ সাগরে রাশিয়ার দুই ট্যাঙ্কারে বিস্ফোরণ

ট্যাঙ্কারে বিস্ফোরণ
ট্যাঙ্কারে বিস্ফোরণ | ছবি: সংগৃহীত
0

তুরস্কের বসফরাস প্রণালীর কাছে কৃষ্ণ সাগরে রাশিয়ার ছায়া নৌবহরের দুটি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি জাহাজে থাকা ২৫ ক্রু মেম্বারদের জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৮ নভেম্বর) এ ঘটনা ঘটে। এতে ট্যাংকার দুটিতে থাকা নাবিকদের উদ্ধারে জরুরি অভিযান শুরু করে তুর্কি কর্তৃপক্ষ।

তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, মিশর থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা ট্যাঙ্কার কাইরাস কৃষ্ণ সাগরে বিস্ফোরণের শিকার হয়। তুরস্কের উপকূল থেকে ২৮ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে।

বাইরে থেকে আঘাতের কারণে বিস্ফোরণে ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে কোনো খনির সঙ্গে ধাক্কা লাগে ট্যাঙ্কারটির।

আরও পড়ুন:

কৃষ্ণ সাগর থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে বিরাট নামের আরও একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে থাকা ২০ কর্মী নিরাপদে আছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে একটি বাণিজ্যিক জাহাজ ও উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ইএ