বিদেশে এখন
0

ট্রাম্প প্রশাসনের সফলতা কামনা করে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন জো বাইডেন

হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের সফলতা কামনা করেন।

তিনি বলেন, 'ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি।'

এছাড়া অতিরিক্ত সম্পদ গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন বাইডেন।

বিদায়ী ভাষণে তিনি বলেন, 'গেল ৪ বছরে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।'

এর আগেই হোয়াইট হাউস ছাড়তে হবে বাইডেনকে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়েই শেষ হচ্ছে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামল।

ইএ