বার্তা সংস্থা এপি জানিয়েছে, হোয়াইট হাউসে নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকে একের পর এক নির্বাহী আদেশ জারির পরিকল্পনা রয়েছে ৪৭তম প্রেসিডেন্টের।
সীমান্ত সংকট, অভিবাসী প্রত্যাবাসনসহ অগ্রাধিকার ভিত্তিতে নানা ইস্যুতে ধাপে ধাপে জারি করা হবে এসব আদেশ।
ক্যাপিটল হিল ইস্যুতে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ব্যক্তিগত এক বৈঠকে এ পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প নিজেই।
ধারণা করা হচ্ছে, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ ও আনুষ্ঠানিক দায়িত্ব নেয়ার প্রথম দিনই শুরু করবেন পরিকল্পনা বাস্তবায়নের কাজ।
কিছু নির্বাহী আদেশের তাৎপর্য থাকলেও বাকিগুলো মূলত আভাস দেবে, কীভাবে আগামী চার বছর দেশ শাসন করবেন নতুন প্রেসিডেন্ট।