বিদেশে এখন
0

প্রেসিডেন্ট ইওন সুক ইওলের গ্রেপ্তারি পরোয়ানা বাড়ানোর আবেদন

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইওন সুক ইওলের গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ আরও বাড়াতে আবেদন করবেন তদন্তকারীরা।

এর আগে গেল শুক্রবার শত চেষ্টা করেও নিরাপত্তা রক্ষীদের বাধার কারণে ইওলকে গ্রেপ্তার করতে পারেননি তদন্তকারীরা।

তার বিরুদ্ধে গেল তেশরা ডিসেম্বর দেশে হঠাৎ করে মার্শাল ল জারির বিষয়ে তদন্ত চলছে। এদিকে, ইওন সুক ইওলের সপক্ষ আর বিরোধীপক্ষরা তার বাসভবনের সামনে বিভিন্ন দাবিতে আবারও বিক্ষোভ করছেন।

রাজনৈতিক এই টানা টানাপড়েনের মধ্যেই দক্ষিণ কোরিয়া সফরে এসে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাবে বলে জানান ব্লিঙ্কেন।

ইএ