মার্শাল-ল-জারি
ইওলের গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বাসভবনের সামনে সমর্থকদের অবস্থান
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্তের প্রতিবাদে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন সমর্থকেরা। রাজনীতির হাওয়া বদলের কারণে শেষ পর্যন্ত লড়ে যাবার ঘোষণা দিয়েছেন ইউন সুক ইওল। এদিকে বিরোধীদের অভিযোগ সাধারণ মানুষকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন বিতর্কিত এই প্রেসিডেন্ট। এদিকে সোমবারের মধ্যেই ইওলকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে তদন্তকারি দল।
ইওলের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে দুই দল
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এবার পাল্টাপাল্টি অবস্থানে দুই দল। আদালতের এমন সিদ্ধান্তকে অবৈধ বলেছেন ইওলের আইনজীবী। তার পক্ষে বিক্ষোভে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। অন্যদিকে বিরোধীরা বলছে, তাকে আরও আগেই গ্রেপ্তার করা উচিত ছিল।