দুর্বল হামলাকে ঢাকতে মিথ্যার আশ্রয় নিয়েছে আইডিএফ: আইআরজিসি
অপারেশন ডেইজ অফ রিপেনটেন্সের মাধ্যমে ইরানের ২০টি সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের। সামরিক বাহিনীর বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ২ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে অভিযানে অংশ নেয় শতাধিক বিমান। তবে এই দাবিকে ভিত্তিহীন বলে আইআরজিসি জানিয়েছে, দুর্বল হামলাকে ঢাকতে মিথ্যার আশ্রয় নিয়েছে আইডিএফ। বিশ্লেষকদের ধারণা, হামলার মাধ্যমে খুলে গেছে প্যান্ডোরার বাক্স। ইরানের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে যুদ্ধের গতিপথ।