বিদেশে এখন
0

নেতানিয়াহুর বাড়িতে লেবানন সীমান্ত থেকে ড্রোন হামলা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে লেবানন সীমান্ত থেকে ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাসভবন অভিমুখে আসা বাকি দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি তেল আবিবের। এদিকে, মাথায় গুলি লেগে নিহত হয়েছেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। এমনটাই জানানো হয়েছে ইসরাইলের ময়নাতদন্ত প্রতিবেদনে। হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, হামাসকে নির্মূল করা সম্ভব নয়।

সিনওয়ারের হত্যাকাণ্ডের পর রাজধানীর উত্তরাঞ্চলে সিসারিয়াতে নেতানিয়াহুর বাড়িতে লেবানন থেকে ড্রোন হামলার দাবি করেছে তেল আবিব। হিজবুল্লাহ এই ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেল আবিব। তবে নেতানিয়াহু বা পরিবারের কেউ বাড়িতে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। লেবানন থেকে ৭০ কিলোমিটার দূরে উড়ে আসে ড্রোনটি। এছাড়া আরও দুটি ড্রোন বাসভবন অভিমুখে আসলে সেগুলোকে ভূপাতিত করা হয়।

এদিকে, মাথায় গুলি লেগে মৃত্যু হয় গেলো ৭ অক্টোবর ইসরাইলে হামলার মাস্টারমাইন্ড হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের। ময়নাতদন্তে এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। সেইসঙ্গে ভবন লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের হামলায় শরীরের আঘাত পেয়েছিলেন সিনওয়ার। যেই ভবনে তিনি ছিলেন, সেখানে ট্যাংক দিয়েও হামলা চালানোর দাবি করেছে আইডিএফ।

ইরান সমর্থিত স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং হিজবুল্লাহর শীর্ষ নেতাদের ইসরাইলি হামলায় এমন মৃত্যুতে শোকে স্তব্ধ গাজা, লেবানন ও ইয়েমেন। সিনওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গাজা আর লেবাননের সাধারণ মানুষ। জুম্মার নামাজের পর বিশেষ দোয়ায় কান্নায় ভেঙে পড়েন তারা। এদিকে, সিনওয়ারের মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ করেছে ইয়েমেনের সাধারণ মানুষ।

এই ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান, হুথি আর হিজবুল্লাহও। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হামাস ভেঙে পড়বে না। হুথি বিদ্রোহীরা বলছে, এই হত্যাকাণ্ড কোনোভাবেই হামাসকে দুর্বল করবে না।

এদিকে, সিনওয়ারের মৃত্যুর পর ইসরাইল অভিমুখে হিজবুল্লাহ ২০টি রকেট ছুঁড়েছে বলে দাবি করেছে তেল আবিব। দেশটির সেনাবাহিনী জানায়, এখন পর্যন্ত সশস্ত্র গোষ্ঠীটি প্রায় দেড় হাজার সেনা সদস্য হারিয়েছে। ইসরাইলের দাবি, একদিনেই সশস্ত্র গোষ্ঠীর ৬০ যোদ্ধাকে হত্যা করেছে তারা।

এদিকে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় নতুন করে ৩৩ জনের প্রাণ গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলেও পুরোদমে আগ্রাসন চালাচ্ছে আইডিএফ। ইসরাইলি হামলায় গাজায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪২ হাজারে। লেবাননের সাধারণ মানুষ নিজ দেশেই হয়ে পড়ছেন বাস্তুচ্যুত। জাতিসংঘ বলছে, সামরিক এলাকা ঘোষণা করে গাজার উত্তরাঞ্চলে গণহত্যা চালানো হচ্ছে।

ইএ