বিদেশে এখন
0

টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে

সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ। এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিতি পাওয়া ইয়াগি এরই মধ্যে অনেকটাই শক্তি হারিয়েছে। তবে এর প্রভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি অব্যাহত আছে। বেশ কয়েকটি জায়গায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস।

চীন ও ফিলিপিন্সের পর ভিয়েতনামেও তাণ্ডব চালিয়েছে সুপার টাইফুন ইয়াগি। এশিয়ায় বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুনটি শনিবার আঘাত হানে ভিয়েতনামের উত্তর উপকূলের কুয়াং নিন প্রদেশে। এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১শ' ৬০ কিলোমিটার।

ঝড়ো বাতাসের কারণে ভেঙ্গে গেছে অসংখ্য বাড়ি, উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী হ্যানয়সহ বিভিন্ন অঞ্চল। উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে ৫০ হাজারের বেশি বাসিন্দাকে। ১২টি রাজ্যে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

বাসিন্দাদের একজন বলেন, ‘আমার পুরো জীবনে এমন বিধ্বংসী টাইফুন দেখিনি। অনেক গাছপালা ভেঙ্গে গেছে। আমাকে সেতুর নিচে আশ্রয় নিতে হলো। প্রলয়ঙ্কারী টাইফুন ছিলো। এই বাতাসে কোনোভাবেই মোটরসাইকেল চালাতে পারছিলাম না।’

আরেকজন বলেন, ‘এই বাতাসে মানুষ উড়ে যেতে পারে। খুবই ভয়ঙ্কর ছিলো। প্রথমবারের মতো এমন টাইফুনের মুখোমুখি হলাম। ভয়ে বাড়ি যেতে পারছি না।’

বন্যার ঝুঁকিতে আছে ল্যাং সন, ইয়েন বাই এবং থাই এনগিয়েন প্রদেশ। দেশটির আবহাওয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, গত একদিনে ভিয়েতনামে ২০৮ মিলিমিটার থেকে ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর