মার্কিন নতুন শুল্কনীতি কার্যকরের বাকী তিন দিন। ৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে বাড়তি শুল্ক নেবে ওয়াশিংটন। ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের ৯০ টি দেশকে গুণতে হবে এ সম্পূরক শুল্ক।
তবে শুল্কারোপ ঘোষণার এক দিন পরই এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় উদ্যোগী হয়েছে ভারত, ভিয়েতনাম ও ইসরাইলসহ বেশ কয়েকটি দেশ। বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন। শুল্কের হার কমাতে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে এসব দেশ।
ভিয়েতনামের ওপর আরোপিত ৪৬ শতাংশ শুল্ক কমিয়ে আনতে ইতোমধ্যেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন দেশটির কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি 'টো ল্যাম'।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, শুল্কনীতি নিয়ে ভিয়েতনামের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। সমঝোতার স্বার্থে মার্কিন পণ্য থেকে শুল্ক একেবারে তুলে নিতে রাজি হয়েছে দেশটি। অবশ্য বাকী দুই দেশের কথা উল্লেখ করেননি ট্রাম্প।
এদিকে ভারতের ওপর আরোপিত ২৬ শতাংশ ও ইসরাইলের ওপর ১৭ শতাংশ কর কমাতে ইতোমধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করেছে নয়াদিল্লি ও তেল আবিব। এমনটাই দাবি সিএনএনের ঐ প্রতিবেদনে।
ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা বলতে সোমবার ওয়াশিংটনে আসার কথা রয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর। একাধিক সূত্রে বিষয়টি জানিয়েছে রয়টার্স। তবে ট্রাম্পের পক্ষে থেকে ইতিবাচক সাড়া মিলেবে কি-না তা এখনও স্পষ্ট নয়।