বলিভিয়ায় ভয়াবহ বন্যায় ১৮ জন নিহত, ৫০ হাজার বাস্তুচ্যুত

দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

বলিভিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৮ জন। বাস্তুচ্যুত ৫০ হাজারের বেশি পরিবার।

নভেম্বর থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে দেশটির বেশ কয়েকটি অঞ্চলই এখন পানির নিচে। কয়েক ঘণ্টার বৃষ্টিতে নতুন করে তলিয়েছে উত্তরের অঞ্চল কোজিবা। ১২টি শহরকে দুর্যোগপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাকি ৫৫টি শহর বন্যা ও ভূমিধসের চ্যালেঞ্জ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। আগামী সপ্তাহেও বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাস্তুচ্যুত নাগরিকদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছে বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয়।

এএম