বিদেশে এখন
0

ইরানে গুপ্ত হামলায় নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে সেনাবাহিনীর একটি ভবনে গাইডেড মিসাইল ছুড়ে হত্যা করা হয় তাকে। হানিয়ার পাশাপাশি হত্যা করা হয় তার দেহরক্ষীকেও। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামিক বিপ্লবী গার্ডস ও হামাস।

বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

ইরানের ৯ম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে অবস্থান করছিলেন হানিয়া। এ বিষয়ে এখনো প্রকাশ করা হয়নি বিস্তারিত তথ্য। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে ইসরাইলের সামরিক বাহিনী।

৬২ বছর বয়সী এই নেতার জন্ম গাজা সিটির একটি শরণার্থী শিবিরে। ১৯৮০ এর দশকে প্রথম ইন্তিফাদার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এর সঙ্গে যুক্ত হন তিনি। ২০১৭ সাল থেকে হামাসের রাজনৈতিক শাখার প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন ইসমাইল হানিয়া।

ইএ