মঙ্গলবার ( ১০ জুন) জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম জানায়, ইয়েমেনের দক্ষিণ উপকূলে হয় এ নৌকাডুবি। সোমালিয়ার উত্তর উপকূল থেকে এডেন উপসাগর হয়ে প্রায় ৩২০ কিলোমিটার পথ পাড়ি দেয়ার কথা ছিল আরোহীদের। পথিমধ্যে নৌকাটি ডুবে যায়।
নৌকার আরোহীরা সবাই সোমালিয়া ও ইথিওপিয়ার নাগরিক ছিলেন। পূর্ব আফ্রিকা ও হর্ন অব আফ্রিকা থেকে উন্নত জীবনের আশায় অবৈধ পথে পারস্য উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার অন্যতম প্রধান রুট ইয়েমেন।
দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধ সত্ত্বেও বিগত বছরগুলোতে ইয়েমেনে অভিবাসীর সংখ্যা বেড়েছে তিন গুণ। ২০২১ সালে দেশটিতে পৌঁছেছিলেন ২১ হাজার শরণার্থী, যা গেল বছর বেড়ে দাঁড়ায় ৯০ হাজারে। বর্তমানে প্রায় চার লাখ শরণার্থী ইয়েমেনে আছেন বলে জানিয়েছে আইওএম।