বিদেশে এখন
0

'মার্কিন অস্ত্র দিয়ে রুশ ভূখন্ডে হামলার বিরুদ্ধে ওয়াশিংটন'

পুতিনের হুঁশিয়ারির মুখে, সহায়তার অস্ত্র দিয়ে ইউক্রেন রুশ ভূখণ্ডে হামলা চালাতে পারে কি না সে প্রশ্নে মুখোমুখী যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।

রাশিয়ার ভেতরে যেসব সামরিক ঘাঁটি থেকে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। সেসব স্থানে হামলার অধিকার ইউক্রেনের থাকা উচিত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখোঁ এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ।

আন্তর্জাতিক আইনের আওতায় থেকে ইউক্রেনের আত্মরক্ষার অধিকার আছে বলে জানান তারা। যদিও উল্টো বক্তব্য যুক্তরাষ্ট্রের।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা আমরা সমর্থন করি না। এজন্য আমরা অস্ত্র দিইও না। ইউক্রেনের আত্মরক্ষার অধিকার সমর্থন করি। অতীতে আকাশপথে রাশিয়ার হামলার চেষ্টা ঠেকিয়েছে ইউক্রেন।’

ইএ