তীব্র তাপপ্রবাহ ভারতে হার মানাচ্ছে ভোটের উত্তাপকে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে চলছে ১৮তম লোকসভা নির্বাচন। শুক্রবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয় দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ।
এবার ১২টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে চলছে ভোটের লড়াই। এ পর্বে মোট ভোটার প্রায় ১৬ কোটি, প্রার্থী ১২শ’ ২ জন। ভোটগ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় ভোটার উপস্থিতি ছিল ২৫ শতাংশের উপরে। বেকারত্বের সঙ্গে লড়াই করা তরুণরা ভোট দেয়ার সময় মাথায় রাখছেন প্রার্থীদের প্রতিশ্রুতি।
প্রথম পর্বে ভোটের পর নরেন্দ্র মোদির সাম্প্রদায়িক ভাষণ নিয়ে গরম রাজনীতির ময়দান। চাপের মুখে কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে বিজেপিকে নোটিশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের অভিযোগে নোটিশ দেয়া হয়েছে কংগ্রেসকে। তবে উষ্কানিমূলক ভাষণ অব্যাহত ছিল শুক্রবারও।
দ্বিতীয় পর্বের ভোটগ্রহণের সময় পশ্চিমবঙ্গের মালদায় নির্বাচনী প্রচারণায় যান নরেন্দ্র মোদি। এ সময় তিনি অভিযোগ করেন তৃণমূল সরকার শুধু ভোটের জন্য বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দেশটিতে বসবাসের সুবিধা করে দিচ্ছে। অন্যদিকে কংগ্রেস অনুপ্রবেশকারীদের কাছে হিন্দুদের সম্পদ বন্টন করে দিবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'তৃণমূল ও কংগ্রেসের মধ্যে তুষ্টিকরণের প্রতিযোগিতা চলছে। তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বসবাসের ব্যবস্থা করে দিচ্ছে। আর কংগ্রেস আপনাদের সম্পত্তি এমন ভোটব্যাংকের কাছে বণ্টনের কথা বলছে।'
দ্বিতীয় পর্বে সবচেয়ে বেশি ভোটগ্রহণ হচ্ছে কেরালায়। দক্ষিণ ভারতের রাজ্যটির ২০টি লোকসভা আসনের সবগুলোতেই ভোটগ্রহণ চলছে শুক্রবার। স্বাধীন ভারতের একমাত্র রাজ্য কেরালা যেখান থেকে একটি আসনেও কখনো কোনো বিজেপি সদস্য জয়ী হতে পারেননি।
ওয়েনাড় আসন থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে থিরুভানানথাপুরাম থেকে লড়ছেন আরেক হেভিওয়েট কংগ্রেস নেতা শশী থারুর। বর্তমানে কেরালা শাসন করছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া যারা বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সদস্য।
কেরালার পাশাপাশি শুক্রবার নির্বাচন হচ্ছে রাজস্থান, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, ছত্রিশগড়, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মনিপুর ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে। এর মধ্যে কংগ্রেসের ও তাদের শরিকদের দখলে আছে শুধুমাত্র কর্ণাটক ও পশ্চিমবঙ্গ। সবশেষ লোকসভা নির্বাচনে ৮৮টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয় পায় ৫৬টি আসনে।
তৃতীয় পর্বের ভোটগ্রহণ হবে ৭ই মে। ৪৭ দিনের ভোটপর্ব শেষে ফল ঘোষণা হবে জুনের ৪ তারিখ।