নয়াদিল্লির নিগামবোধ ঘাটে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন

বিদেশে এখন
0

ভারতের নয়াদিল্লির নিগামবোধ ঘাটে সম্পন্ন হলো প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার শেষপর্ব। ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু, উপরাষ্ট্রপতি, কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।

গেরুয়া চাদরে ঢেকে রাখা হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ। পরিবারের সদস্য আর সর্বদলীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শুরু হয় বর্ষীয়ান এই নেতার শেষকৃত্য। রাষ্ট্রীয় মর্যাদায় চিরতরে বিদায় জানানো হলো ভারতের ইতিহাসে প্রথম অহিন্দু প্রধানমন্ত্রীকে।

নয়াদিল্লির নিগামবোধ ঘাটে আনার আগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদরদপ্তরে। সেখানে বর্ষীয়ান এই নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছিলেন স্ত্রী গুরশারন কর ও কন্যা দামান সিং।

এর আগে, আজ শনিবার সকালে মনমোহন সিংয়ের দিল্লির বাসভবনে উপস্থিত হয়ে বর্ষীয়ান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ গান্ধী পরিবারের সদস্যরা।

এরপর কংগ্রেসের সদরদপ্তর থেকে প্রয়াত প্রধানমন্ত্রী মরদেহবাহী গাড়ি নিয়ে বিদায়ী যাত্রায় অংশ নেন দলীয় নেতাকর্মী-সমর্থকরা। মরদেহ নেয়া হয় নয়াদিল্লির নিগামবোধ ঘাটে। দ্য হিন্দুর প্রতিবেদন বলছে, স্থানীয় সময় ১২টার কিছু পরে মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।

মনমোহন সিংয়ের শেষকৃত্যের যোগ দিতে নিগামবোধ ঘাটে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবারের মতো বিদায় জানানো হয়েছে ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রীকে।

তবে প্রয়াত এই নেতার মৃত্যুতেও মন কষাকষি চলছে কংগ্রেস ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে। এর আগে, কংগ্রেস নেতারা দাবি করেন, মনমোহন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে যে মেমোরিয়াল বানানো হবে, সেখানেই তার শেষকৃত্য আয়োজন করা উচিত। শেষ পর্যন্ত সেটি না হলেও ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রীর স্মৃতিফলক নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দিতে সম্মত হয়েছে কেন্দ্র সরকার।

এএম