এ সময়, মনমোহন সিং এর স্ত্রী গুরশারান কর ও তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেছেন মোদি। ভারতের প্রয়াত সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে আগামীকাল শনিবার (২৮ ডিসেম্বর) নয়াদিল্লিতে। তার মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুর খবর আসার পর এক্স বার্তায় মোদি জানান, মনমোহন সিং অত্যন্ত বিনয়ী ছিলেন। ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও নীতিগত জায়গায় মনমোহন সিং ইতিবাচক ছাপ রাখতে পেরেছেন বলেও দাবি করেন নরেন্দ্র মোদি।
মনমোহন সিং এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স বার্তায় অমিত শাহ বলেন, আরবিআই গভর্নর থেকে অর্থমন্ত্রী এবং সেখান থেকে প্রধানমন্ত্রী হওয়া- পুরোটা সময়জুড়ে দারুণ নেতৃত্ব দিয়েছেন বর্ষীয়ান এই নেতা। শোক জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, একজন পথ প্রদর্শক ও পরামর্শদাতাকে হারালেন তিনি।