‘ইসরাইল ইরানকে পাল্টা আঘাত করবে, তবে সময় অনিশ্চিত’

0

আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, ইরানের নজিরবিহীন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরাইল কোনো এক সময় প্রতিশোধ নেবে এটা প্রায় নিশ্চিত। তবে প্রশ্ন হচ্ছে তা কিভাবে এবং কখন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ নিয়ে এ অঞ্চলে এরই মধ্যে অশান্তি বিরাজ করায় বিশ্ব নেতারা সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ইসরাইলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র দেশটিকে ইরানের হামলার সামরিক প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

তবে বেশ কিছু নিরাপত্তা বিশ্লেষক বলেছেন, ইসরাইল শিগগিরই বা পরে ইরানের এমন হামলার জবাব দেবে এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে তারা ইসরাইল ও জোটের জন্য বিশাল ঝুঁকির এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে এর প্রভাবের কথা উল্লেখ করেছেন।

কেন ইসরাইল প্রতিশোধ নেবে?

ইসরাইল এবং ইরান ইসলামিক প্রজাতন্ত্র হলো চির শত্রু দেশ। যারা বছরের পর বছর ধরে গুপ্তহত্যা, সশস্ত্র হামলা এবং নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে আসছে। উভয় দেশকে প্রায়শই মিত্র ও প্রক্সি বাহিনীর মাধ্যমে যুদ্ধে জড়াতে দেখা যায়।

শনিবার ( ১৩ এপ্রিল) রাতে ইরান প্রথমবারের মতো ইসরাইলের ওপর সরাসরি হামলা শুরু চালায়। এসব হামলায় তারা শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে।

নিরাপত্তা পরামর্শদাতা স্টিফেন অড্র্যান্ড বলেছেন, যদিও ইসরাইল এবং তাদের মিত্ররা এসব হামলার অধিকাংশ ঠেকিয়ে দিয়েছে। ইরানের এমন হামলা দু'দেশের মধ্যে সম্পর্কের নতুন করে চরম অবনতি ঘটে।

এদিকে ইরান বলেছে, সিরিয়ার রাজধানী দামেস্কোতে তেহরানের কনস্যুলেট ভবনে ১ এপ্রিল চালানো ভয়াবহ বিমান হামলার প্রতিক্রিয়া হিসাবে তারা এসব ড্রোন ও বিমান হামলা চালায়। ইরানের কনস্যুলেট ভবনে হামলার ঘটনায় ইসরাইলকে দায়ী করা হয়েছিল।

ওই হামলায় দুই সিনিয়র জেনারেলসহ ইরানের সাতজন রেভল্যুশনারি গার্ড নিহত হয় এবং সেখানে হামলার পরপরই ইরান এর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়।

অড্র্যান্ড বলেছেন, ইসরাইলের ভূমি অন্য রাষ্ট্র দ্বারা হামলার শিকার হলে, এক্ষেত্রে ঐতিহ্যগতভাবে ইসরাইলের একটি জিরো টলারেন্স নীতি রয়েছে।

ইসরাইলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান তামির হায়মান যুক্তি দিয়ে বলেন, 'ইসরাইল তাদের সুবিধা মতো সময়ে পাল্টা আঘাত করবে এমনটা প্রায় নিশ্চিত।'

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া তার ভবিষ্যদ্বাণীতে বলেন, 'ইরানের মাটিতে হামলা চালিয়ে ইসরাইল তাদের জবাব দেবে।'

ইএ

শিরোনাম
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেলসেতুর; যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে
১৪ হাজার ২০০ কোটি ডলারের অস্ত্রচুক্তিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব; ১ ট্রিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক চুক্তির আশা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের
অসঙ্গত আচরণের অভিযোগে পাকিস্তান থেকে ভারতীয় কূটনীতিককে বহিষ্কার
ইরাকে কারাগারে কয়েদির চাপ কমাতে নতুন সাধারণ ক্ষমা আইনে সাবেক আইএস সদস্যসহ ১৯ হাজার বন্দির মুক্তি
গাজা উপত্যকার দু'টি হাসপাতালে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ২৮ ফিলিস্তিনি নিহত
লা লিগা: আলাভেস–ভ্যালেন্সিয়া (রাত ১১টা), রিয়াল মাদ্রিদ–মায়োর্কা (রাত ১টা ৩০)
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেলসেতুর; যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে
১৪ হাজার ২০০ কোটি ডলারের অস্ত্রচুক্তিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব; ১ ট্রিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক চুক্তির আশা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের
অসঙ্গত আচরণের অভিযোগে পাকিস্তান থেকে ভারতীয় কূটনীতিককে বহিষ্কার
ইরাকে কারাগারে কয়েদির চাপ কমাতে নতুন সাধারণ ক্ষমা আইনে সাবেক আইএস সদস্যসহ ১৯ হাজার বন্দির মুক্তি
গাজা উপত্যকার দু'টি হাসপাতালে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ২৮ ফিলিস্তিনি নিহত
লা লিগা: আলাভেস–ভ্যালেন্সিয়া (রাত ১১টা), রিয়াল মাদ্রিদ–মায়োর্কা (রাত ১টা ৩০)