বৃহস্পতিবার (১৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। তিনি বাড়িতে মুখ থুবড়ে পড়ে ব্যথা পেয়েছেন বলে শুরুতে জানানো হলেও পরে তাকে ধাক্কা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। তবে কে ধাক্কা দিয়েছে, তা জানা যায়নি।
এ ঘটনার পর কপালে ও নাকে চারটি সেলাই নিয়ে তিনি বাড়ি ফিরেছেন। বাড়িতে থাকা অবস্থাতেই তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ।




