রাশিয়া, চীন ও ইরানের যৌথ সামরিক মহড়া

0

গাল্ফ অব ওমানে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া, চীন আর ইরান।

তিন দেশের নৌবাহিনীর সমন্বয়ে আরব সাগরে চলা এই মহড়ায় আজারবাইজান, ভারত, কাজাখস্তান, ওমান, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী দর্শক হিসেবে অংশ নিয়েছে।

মহড়া ১২ মার্চ শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আরব সাগরের গাল্ফ অব ওমানে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিতে চলবে মহড়া।

রাশিয়ার পক্ষ থেকে অংশ নিয়েছে দুটি যুদ্ধজাহাজ। চীনের পক্ষ থেকে অংশ নিয়েছে ক্ষেপণাস্ত্র ধ্বংসযান। ইরান থেকে অংশ নিয়েছে কয়েকটি হেলিকপ্টার ও নৌযান।

সমুদ্রপথে নিরাপত্তায় ২০১৯ সাল থেকে যৌথভাবে কাজ করছে মস্কো, বেইজিং ও তেহরান।

সেজু