বিদেশে এখন
0

সৌদি আরবে ৩০-৪০ হাজার ধরনের ফুলের মেলা

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৩০-৪০ হাজার রকমের লাখ লাখ ফুলের মেলা বসেছে সৌদি আরবের ইয়াম্বু শহরে। এমনকি শহরটির বুকজুড়েও সৌন্দর্য ছড়াচ্ছে রঙিন ফুল। যেন ফুলের রাজ্যে পরিণত হয়েছে একখণ্ড মরুপ্রান্তর। আর সেখানে ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী।

মরুভূমির বুকজুড়ে ফুটেছে বাহারি ফুল। ফুলে ফুলে সেজেছে দোকানপাটও। তারমাঝেই ফুলেল পোশাকে দর্শনার্থীদের মনে মুগ্ধতা ছড়ানোর চেষ্টা।

২০০৬ সাল থেকে এভাবেই হয়ে আসছে সৌদি আরবের ইয়াম্বু শহরের ফুলের মেলা। সৌদি রয়েল কমিশন লেন স্কেপ ইরিগেশন বিভাগের উদ্যোগে আয়োজিত মেলা দেখতে ভিড় জমান হাজার হাজার ফুলপ্রেমীরা। প্রতিদিন শত শত মাইল পথ পাড়ি দিয়ে ফুলের রাজ্যে প্রশান্তি খুঁজতে আসেন প্রবাসী বাংলাদেশিরাও। এছাড়াও আসেন পাকিস্তান, ভারত, নেপাল, ফিলিপিন্স, মিশর ও লেবাননসহ বিভিন্ন দেশের নাগরিকরা।

মাসব্যাপী এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল আয়োজনের মধ্য দিয়ে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ইয়াম্বু শহর। রঙ-বেরঙের লাখো ফুলে সাজানো হয়েছে এই ফুলের মেলা। যেখানে পাওয়া যায় বিশ্বের প্রায় সব দেশের ফুল।

২০১৪ সালে বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান হিসাবে গিনেস বুকে স্থান করে নেয়া ছাড়াও ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে বড় ফুলের মেলা হিসেবে পরিচিতি পায় ইয়াম্বু। যার কারণে সৌদি নাগরিকরা শহরটির নাম দিয়েছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শহর।

ইএ