লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলা করতে গিয়ে জার্মানি ও যুক্তরাষ্ট্র নিজেরাই যুদ্ধে জড়িয়ে পরার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু অল্পের জন্য রক্ষা পায় বন্ধুত্ব।
এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার এমন খবর প্রকাশ করে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে বলা হয়, লোহিত সাগরে নিরাপত্তা রক্ষায় জোটবদ্ধ হয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। সেখানে মোতায়েন রয়েছে জার্মানির যুদ্ধজাহাজ 'হেসেন'। ওই যুদ্ধজাহাজটি গত মঙ্গলবার হুতি বিদ্রোহী গোষ্ঠীর ড্রোন মনে করে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনের ওপর গুলি চালিয়ে বসে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গুলি ড্রোনটিকে আঘাত করতে পারেনি।
এর আগে মঙ্গলবার জার্মানির সশস্ত্র বাহিনীও জানায়, তাদের যুদ্ধজাহাজ 'হেসেন' দুটি ড্রোন মোকাবেলায় কাজ করেছে। ভুলভাবে মার্কিন ড্রোন লক্ষ্য করে গুলি চালানোর কথা ওই দিন উল্লেখ করা হয়নি।