বিদেশে এখন
0

সোমবার নাগাদ হামাস-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি হতে পারে: জো বাইডেন

জাতিসংঘের সর্বোচ্চ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরাইল। যুদ্ধের ২০ সপ্তাহে উপত্যকাটিতে প্রাণহানির সংখ্যা প্রায় ৩০ হাজার। এদিকে আগামী সোমবার নাগাদ হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের নির্দেশনার পেরিয়ে গেছে এক মাস। ইসরাইলের আগ্রাসন তো বন্ধ হয়নি, উল্টো গেল ১ মাসে প্রাণ হারিয়েছেন আরো সাড়ে ৩ হাজারের বেশি ফিলিস্তিনি।

প্রাণহানি বাড়ার সঙ্গে মানবিক সংকটও বাড়ছে। উপত্যকাটির ৭৫ শতাংশ অধিবাসী বাস্তুচ্যুত। দুর্ভিক্ষের মুখে ২২ লাখ ফিলিস্তিনি। পুরো জানুয়ারি জুড়ে গাজায় জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে মাত্র ৩৫টি। সেখানে ত্রাণের জন্য অপেক্ষমান মানুষের ওপরও চালানো হয়েছে হামলা।

গাজার একজন বাসিন্দা বলেন, 'সামান্য কিছু আটা সংগ্রহের জন্য আমরা নিজেদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছি। তারপরেও কিছু পাইনি।'

আরেকজন বলেন, 'বাচ্চাগুলো না খেতে পারলে মারা যাবে। আজকে যদি আমার মৃত্যুও হয়, আটা না নিয়ে আমি যাবো না'

ট্রাকের পরিবর্তে উড়োজাহাজের মাধ্যমে গাজার অভ্যন্তরে ত্রাণ পাঠাচ্ছে জর্ডান। যা সংগ্রহ করতে সমুদ্রেও নেমেছে ফিলিস্তিনিরা।

জর্ডান সেনাবাহিনীর মুখপাত্র মুস্তাফা হিয়ারি বলেন, 'দ্বিতীয়বারের মতো উড়োজাহাজের মাধ্যমে আমরা গাজায় ত্রাণ পাঠাচ্ছি। উপত্যকার অধিবাসীদের প্রত্যক্ষভাবে সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।'

এমন পরিস্থিতিতে আগামী সোমবারের মধ্যে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাসকে জিম্মিদের মুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। বিনিময়ে রমজান মাস থেকে ৬ সপ্তাহ যুদ্ধবিরতি ও ইসরাইলের আটককৃত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়া হবে।

জো বাইডেন বলেন, 'আমার নিরাপত্তা উপদেষ্টারা জানিয়েছেন যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে পৌঁছে গেছি আমরা। তবে এখনো চূড়ান্ত হয়নি। আশা করছি আগামী সোমবার নাগাদ যুদ্ধবিরতি চুক্তি হবে।'

এদিকে গাজার উত্তর ও দক্ষিণে সংযোগস্থাপনকারী ১০ কিলোমিটার দীর্ঘ হামাসের সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরাইল। তবে ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর