যুদ্ধ
বিদেশে এখন
0

মার্কিন অস্ত্র মেরামতের সক্ষমতা নেই ইউক্রেনের

জরুরি ভিত্তিতে ইউক্রেনের অস্ত্র সহায়তার প্রয়োজন হওয়ায় কোনো ধরনের মেরামত ছাড়াই কিয়েভকে অস্ত্র দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আবার এসব সমরাস্ত্র মেরামতের সক্ষমতা ইউক্রেনের নেই।

ইউক্রেনে রাশিয়ার অভিযানের দুই বছর হতে চললেও যুদ্ধ ক্ষেত্রে কিয়েভের প্রত্যাশা অনুযায়ী কোন অগ্রগতি নেই। এর মধ্যে একের পর এক দুঃসংবাদ আসছে যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য। এতোদিন সমরাস্ত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিলো, যা কাটছে ধীরগতিতে। কিন্তু সম্প্রতি পেন্টাগন দিয়েছে হতাশার আরেক বার্তা। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর বলছে, যুদ্ধক্ষেত্রে বা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের দেয়া কোন সামরিক সরঞ্জাম মেরামতের প্রয়োজন পড়লে সেটা করার পরিকল্পনা নেই ওয়াশিংটনের।

পেন্টাগন থেকে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে ১৮৬টি ব্র্যাডলি ও ১৮৯টি ইনফ্যান্ট্রি যুদ্ধযান দিয়েছে যুক্তরাষ্ট্র। সঙ্গে দিয়েছে ৩১টি ট্যাঙ্ক আর অগণিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ডিপার্টমেন্ট অব ডিফেন্স বলছে, এই সমরাস্ত্র মেরামতের কোন পরিকল্পনা নেই তাদের। আগামী অক্টোবর নাগাদ সচল থাকবে এগুলো। সব অস্ত্রই যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র মজুদাগার থেকে নেয়া।

যুক্তরাষ্ট্র এর মধ্যেই ইউক্রেনে দেয়া সমরাস্ত্র পরিবর্তন করতে ব্যর্থ হচ্ছে, কারণ তাদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম, উৎপাদন সক্ষমতা আর প্রশিক্ষিত জনবল নেই। মেরামতের বিষয়টি কখনো পেন্টাগনের পরিকল্পনায় ছিলো না, ইউক্রেনকে জরুরি ভিত্তিতে অস্ত্র দেয়ার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ ছিলো। মার্কিন সেনাবাহিনী বলছে, এই সমরাস্ত্র বেশিদিন যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পারবে না।

প্রতিবেদন বলছে, ইউক্রেনকে যেসব সমরাস্ত্র দেয়া হয়েছে, সেগুলো সবসময় মিশন চালিয়ে যেতে পারবে না। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম ধ্বংস করা হয়েছে। গেল বছর কয়েকটি ব্র্যাডলি আর স্ট্রাইকার যুদ্ধযান ধংস করে রাশিয়া। আব্রামস ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে পূর্ণ সহায়তা করছে, এমন কোন তথ্যও পাওয়া যায়নি।

ইএ