ইসরাইলে আত্নঘাতী ড্রোন হামলা!

International Desk
0

লেবানন ইসরাইল সীমান্তে বাড়ছে উত্তেজনা। ফিলিস্তিনকে সমর্থন দিয়ে ইসরাইলের সেনাঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইসরাইলও ইরান সমর্থিত এই গোষ্ঠীর ঘাঁটিতে হামলা করছে। ২০০৬ সালে পুরোদমে যুদ্ধের পর এই প্রথম এতো বড় সংঘাতে জড়াতে যাচ্ছে তেল আবিব আর হিজবুল্লাহ।

গাজায় ইসরাইলের সেনা অভিযান শুরুর পর থেকে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। ইয়েমেন থেকে হুতিরা হামলা শুরু করেছে ইসরাইলে। এদিকে, লেবানন থেকেও হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরাইলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, ইসরাইলও করছে পাল্টা হামলা, সীমান্তে বাড়ছে উত্তেজনা।

গাজা উপত্যকায় তেল আবিবের হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলে ১ হাজারের বেশি রকেট, মর্টার, ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ। সোমবারও ইসরাইলের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে আর্টিলারি দিয়ে হামলা করে। কিছুক্ষণ পরই সীমান্তে ইসরাইলের সেনাঘাঁটিতে লেবানন থেকে একের পর এক রকেট আর মর্টার ছোড়া হয়। আইডিএফ জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ'র ঘাঁটির কাছে সীমান্তে যুদ্ধবিমান, হেলিকপ্টার আর সাঁজোয়া যান প্রস্তুত, যেকোন হামলা প্রতিহত করতে।

আইডিএফ জানায়, পৃথক পরিকল্পনার অংশ হিসেবে লেবাননের গ্রাম থেকে ইসরাইলের সেনাঘাঁটিতে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা করে হিজবুল্লাহর। এরপর ইসরাইলের উত্তরাঞ্চলে ২৫ টি রকেট আর ৩টি আত্নঘাতী ড্রোন ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি। এরমধ্যে বেশ কয়েকটি রকেট প্রতিরোধ করে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরাইলে হামলার জন্য ব্যবহার করা হচ্ছে শক্তিশালী বুরকান ক্ষেপণাস্ত্রও। পরবর্তীতে হিজবুল্লাহ'র কয়েকটি ঘাঁটিতে হামলা করে ইসরাইলি সেনাবাহিনী।

গেলো ৭ অক্টোবর ইসরাইল গাজায় আগ্রাসন শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই সীমান্ত দিয়ে ইসরাইলে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গেলো সপ্তাহেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে সতর্ক বার্তা দেয়, আগুন নিয়ে খেলা করছে হিজবুল্লাহ।