ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকিকে পাত্তাই দিলো না চীন। প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারে চীনকে সময় বেধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের বক্তব্য নিজেদের স্বার্থ রক্ষায় তারা পাল্টা পদক্ষেপ নিয়েছে।
দুই দেশের এমন পাল্টাপাল্টি শুল্কারোপে ধস নেমেছে যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ার বাজারে। এরই ধারাবাহিকতায় মার্কিন ডলারের পতন হয়েছে শূন্য দশমিক তিন শতাংশ। অপরিশোধিত তেলের দাম কমেছে ব্যারেল প্রতি এক দশমিক ৮৫ শতাংশ।
আরো পড়ুন:
শুল্ক থেকে মুক্তির জন্য এরইমধ্যে ৬০টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। তবে নিকট ভবিষ্যতে ট্রাম্প তার শুল্কনীতি থেকে সরছেন না বলে জানান মার্কিন বাণিজ্যমন্ত্রী।