২০২২ সালের ফুটবল বিশ্বকাপ দেখতে ১৫ লাখ পর্যটকের আগমন হয় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। বিশ্বকাপ শেষ হওয়ার দুই বছর পার হলেও বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত রাজধানী দোহা।
পর্যটন খাতের আরো বিকাশে আগ্রহী কাতার সরকার। এই খাতকে সম্প্রসারণের লক্ষ্যে দোহায় হয়েছে কাতার ট্রাভেল মার্ট নামে জাঁকজমকপূর্ণ পর্যটন মেলা।
এবারের মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ বিমানসহ ৩৪ টি দেশের ১৫০টি প্রতিষ্ঠান। আর এই অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা।
ট্র্যাভেল মার্টে অংশ নেয়ায় অনেক বিদেশি পর্যটক বাংলাদেশের দর্শনীয় স্থান ভ্রমণের আগ্রহ প্রকাশ করছেন।
দোহা বাংলাদেশ বিমানের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সাব্বির আল হাসান বলেন, ‘বাংলাদেশের যেসব প্রসিধ জায়গাগুলো আছে সেগুলো অনেক বিদেশি আমাদের কাছে নানা প্রশ্ন করেছে এবং তারা বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে প্রচুর আগ্রহী আছে।’
এদিকে নিজ দেশের পর্যটন খাত প্রসারে বিশ্বের ধনী দেশগুলোর পর্যটকের জন্য ভ্রমণ সহজ করেছে কাতার সরকার। ২০৩০ সাল পর্যন্ত এক কোটির বেশি পর্যটক কাতার ভ্রমণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।