যেসব প্রতিশ্রুতির উপর ভর করে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন নিশ্চিত হলো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মার্কিনদের কর্মসংস্থান সৃষ্টি ও জ্বালানি ব্যয় কমানোর অঙ্গীকার।
ডোনাল্ড ট্রাম্পের এই লক্ষ্য পূরণের অংশীদার হতে চায় ভারতের আদানি গ্রুপ। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামোখাতে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার গৌতম আদানি।
নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এ কথা জানান আদানি গ্রুপের চেয়ারম্যান। বলেন, ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি উৎপাদন খাতে বিনিয়োগের করতে চান তিনি। কামলা হ্যারিসকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক গভীর হচ্ছে বলেও উল্লেখ করেছেন আদানি।
ডোনাল্ড ট্রাম্পের জয়ে ভারত অনেক বড় আশায় থাকলেও, ট্রাম্পের রক্ষণশীল নীতির কারণে কিছুটা উদ্বেগও রয়েছে। যার অন্যতম কারণ ট্রাম্পের শুল্ক নীতি। কারণ দেশিয় অর্থনীতি ও উৎপাদন খাতের প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে চীন ছাড়া অন্যান্য দেশের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কমপক্ষে ১০ শতাংশ শুল্কারোপে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প। শুধু চীনা পণ্যের উপর ৬০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য সম্পর্ক গত এক দশক ধরেই উর্ধ্বমুখী। এমনকি ভারতের শীর্ষ রপ্তানি গন্তব্যও যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে ওয়াশিংটনে ১২ হাজার কোটি ডলারের পণ্য ও পরিষেবা রপ্তানি করেছে দিল্লি।
এদিকে মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্কারোপের জন্য ভারতকে অভিযুক্তও করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত সেই শুল্ক না কমালে প্রতিশোধমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে ভারতের আদানি গ্রুপ যে স্বপ্ন দেখছে, তা আদৌ পূরণ হয় কি না সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।