থ্রেটকানেক্টকে অধিগ্রহণ করবে ডেটামাইনার

ডেটামাইনার
ডেটামাইনার | ছবি: সংগৃহীত
0

নিউ ইয়র্কভিত্তিক রিয়েল-টাইম থ্রেট ইন্টেলিজেন্স কোম্পানি ডেটামাইনার, সাইবার সিকিউরিটি কোম্পানি থ্রেটকানেক্টকে অধিগ্রহণ করবে। ২৯০ মিলিয়ন মার্কিন ডলারে ডেটামাইনার অধিগ্রহণ করবে।

রিয়েল-টাইম থ্রেট ইন্টেলিজেন্স হলো যেকোনো ঘটনা ঘটার সময়েই তার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং দ্রুত প্রচারের একটি প্রক্রিয়া, যা ক্ষতি হওয়ার আগেই নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

আরও পড়ুন:

থ্রেটকানেক্ট বিশ্বজুড়ে সাইবার সিকিউরিটি সলিউশনের জন্য পরিচিত। বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপের মাধ্যমে ডেটামাইনার বিশ্বব্যাপী সিকিউরিটি ও রিস্ক ম্যানেজমেন্টের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে। এ চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকরাই সমন্বিত সাইবার থ্রেট প্রতিরোধের সুবিধা পাবে।

এফএস