পকো এফ সেভেন আল্ট্রাতে ৬ দশমিক ৬ ইঞ্চির টুকে অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। কোম্পানির দাবি এর সর্বোচ্চ উজ্জ্বলতা ৩ হাজার ২০০ নিটস পিক এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে ডলবি ভিশনের সাপোর্টও রয়েছে। এ ডিভাইসে প্রথমবারের মতো পকোর আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়া হয়েছে।
প্রসেসর হিসেবে ডিভাইসটিতে ৩ ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এলিট চিপসেট এবং ভিশনবুস্ট ডি সেভেন গ্রাফিকস চিপ দেয়া হয়েছে। ফলে ব্যবহারকারীরা প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেম ও টুকে রেজ্যুলেশনে গেম খেলার সুবিধা পাবে।
ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম দেয়া হয়েছে। সেই সঙ্গে ১৬ জিবি এলপিডিডিআরফাইভএক্স র্যাম ও ৫১২ জিবি ইউএফএস ৪ স্টোরেজ দেয়া হয়েছে।
স্মার্টফোনটিকে ট্রিপল রিয়ার ক্যামেরা দেয়া হয়েছে। এর প্রথমটি ৫০ মেগাপিক্সেলের লাইট ফিউশন ৮০০ প্রাইমারি সেন্সর যুক্ত। যাতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২.৫ এক্স জুম সক্ষমতার ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এটি দিয়ে ১০ সেন্টিমিটার ম্যাক্রো শট নেয়া যাবে বলে দাবি শাওমির।
ডিভাইসটিতে ৫ হাজার ৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। এছাড়াও এতে আইপি-৬৮ রেটিং এবং স্টেরিও স্পিকার, হাই-রেস অডিও এবং আইআর ব্লাস্টার রয়েছে।
ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর হাইপারওএস অপারেটিং সিস্টেম দেয়া হয়েছে। ডিভাইসটিতে চারটি অপারেটিং সিস্টেম আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট দেয়া হবে বলে জানা গেছে। ডিভাইসটির ১২-২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৪৯ ডলার। এছাড়াও ১৬-৫১২ জিবির দাম ৬৯৯ ডলার। নির্ধারিত কিছু দেশে ডিভাইসটির বিক্রিও শুরু হয়েছে।