প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

সাত হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিসহ স্মার্টফোন আনবে অপো

পরবর্তী প্রজন্মের সব স্মার্টফোনে ব্যাটারি সক্ষমতা বাড়ানোর কথা ভাবছে অপো। এর অংশ হিসেবে বাজারজাতের অপেক্ষায় থাকা ডিভাইসগুলোতে সাত হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হতে পারে বলে গিজমোচায়না প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে।

ডিজি চ্যাট স্টেশন প্রথম এ তথ্যের বিষয়ে জানিয়েছে। বর্তমানে অপোর ফাইন্ড এক্স৮ ও এক্স৮ প্রো নামের দুটি ফ্ল্যাগশিপ মডেল রয়েছে। এ দুটি ডিভাইস প্রচলিত ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দেয়ার প্রথা থেকে বেরিয়ে এসেছে। মূলত সিলিকন কার্বন ব্যাটারি প্রযুক্তির কল্যাণেই এ সফলতা এসেছে।

এ প্রযুক্তির কারণে ব্যাটারির সক্ষমতা বাড়ানো হলেও ডিভাইসে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। ফাঁস হওয়া তথ্যানুযায়ী, অপো এ প্রযুক্তির আরো উন্নয়নে কাজ করছে।

প্রাপ্ত তথ্য বলছে, অপো বর্তমানে আরো বড় ব্যাটারি সুবিধা দেয়ার জন্য কাজ করছে। এর মধ্যে ৬ হাজার ২৮৫ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। অন্যদিকে ৬ হাজার ৮৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিও নিয়েও কাজ চলছে।

প্রযুক্তিবিদ ও বাজার সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, অপোর ৮০ ওয়াট সুপারভিওওসি ওয়্যারড চার্জিং প্রযুক্তির সঙ্গে এসব ব্যাটারি ভালোভাবে কাজ করবে। তবে ওয়্যারলেস চার্জিং সুবিধার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

চলতি মাসের শুরুতে আরেক প্রতিবেদনে বলা হয়েছিল যে, শাওমি ৭ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত স্মার্টফোন তৈরিতে কাজ করছে। এ ডিভাইসে ৯০ ওয়াটের চার্জিং সক্ষমতা থাকার পাশাপাশি স্ন্যাপড্রাগন ৮এস এলিট বা ৮এস জেন৪ চিপসেট থাকতে পারে।

প্রযুক্তিবিদদের মতে, ৭ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি থাকার বিষয়টি আকর্ষণীয় হলেও এক্ষেত্রে ডিভাইসের আকার বড় ও ওজন বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এএইচ