রেডমি ওয়াচ ফাইভে ব্যবহার করা হয়েছে ২ দশমিক শূন্য ৭ ইঞ্চির অ্যামলেড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং ব্রাইটনেস ১ হাজার ৫০০ নিটস। এর সঙ্গে স্মার্টওয়াচটিতে রয়েছে ২০০ এর বেশি কাস্টম ওয়াচ ফেস।
এছাড়া ডিভাইসটিতে রয়েছে ৫৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। যা এক চার্জে টানা ২৪ দিন চলবে বলে দাবি কোম্পানির। স্মার্টওয়াচটি ৫ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার রয়েছে। ফলে পানির নীচে ৫০ মিটার পর্যন্ত স্মার্টওয়াচটি ব্যবহার করা যাবে।
এতে আরো রয়েছে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মিটার, স্লিপ ও স্ট্রেস মনিটর। এর পাশাপাশি ওয়াচটিতে রয়েছে ১৫০ টিরও বেশি স্পোর্টস মোড। সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে শাওমি হাইপারওএস। যা অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসের সঙ্গে কাজ করবে।
স্মার্টওয়াচটি ওবসিডিয়ান ব্ল্যাক, সিলভার গ্রে এবং ল্যাভেন্ডার পার্পল রঙে পাওয়া যাবে। এর দাম ১১১ ডলার।