চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেয়া এক পোস্টে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন নতুন এ ডিভাইস উন্মোচনের সময়সীমা উল্লেখ করেছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্প্রিং ফেস্টিভাল পালিত হবে। পোস্টের তথ্যানুযায়ী, এ সময়ের মধ্যেই হুয়াওয়ে নতুন ডিভাইস বাজারে আনতে পারে।
টিপস্টার আরো জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি নাগাদ শাওমি ১৫ আল্ট্রা, অপো ফাইন্ড এক্সএইটআল্ট্রা, রিয়েলমি নিও সেভেন এসই সহ বিভিন্ন কোম্পানির ডিভাইস বাজারে প্রবেশ করবে। সেদিক থেকে গ্রাহক ও তথ্যপ্রযুক্তি প্রেমীদের জন্য আগামী মাস বেশ আকর্ষণীয় হয়ে উঠবে।
আগে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, হুয়াওয়ে পকেট থ্রি আগের পকেট টু ডিভাইসের তুলনায় আরো পাতলা, সরু ও ছোট হবে। তবে ডিভাইস সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
সংশ্লিষ্ট ও প্রযুক্তি বিশারদদের ধারণা ডিভাইসটিতে উচ্চমানের ওএলইডি ডিসপ্লে, উন্নত ক্যামেরা থাকতে পারে। নতুন এ ডিভাইস শাওমির মিক্স ফ্লিপ টু, অনর ম্যাজিক ভি ফ্লিপ টু ও স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ এর সঙ্গে প্রতিযোগিতা করবে।
হুয়াওয়ে পকেট টু ডিভাইসে ৬ দশমিক ৯৪ ইঞ্চির ওএলইডি এলটিপিও ফোল্ডেবল ডিসপ্লে দেয়া হয়েছিল। যার রেজল্যুশন ১.৫ কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এতে ১.১৫ ইঞ্চির ওএলইডি এলটিপিও আউটার ডিসপ্লে রয়েছে।
ফটোগ্রাফির জন্য ডিভাইসের সামনে ১০ দশমিক ৭ মেগাপিক্সেলের ক্যামেরা এবং পিছনে ৫০ মেগাপিক্সেলের মেইন, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও ৮ মেগাপিক্সেলের টেলিফটো ও ২ মেগাপিক্সেলের স্পেক্ট্রাল ক্যামেরা রয়েছে।
ডিভাইসটিতে কিরিনের প্রসেসর, ৪ হাজার ৫২৯ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ৬৬ ওয়াটের ওয়্যারড ও ৪০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। ডিভাইসে ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ রয়েছে।