এফ সেভেন প্রো ডিভাইসের সাথে বিশ্ববাজারে এফ সেভেন আল্ট্রাও উন্মোচন করেছে পকো। প্রতিযোগিতামূলক দামে নতুন এ ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারে এনেছে চীনা কোম্পানিটি। সম্প্রতি গিজমোচায়না প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।