সারা বিশ্বের প্রযুক্তি প্রেমীদের চোখ এখন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। কারণ, সেখানে চলছে বিশ্বের সবচেয়ে বড় কনজ্যুমার ইলেকট্রনিক্স বা প্রযুক্তি পণ্যের মেলা সিইএস ২০২৫। প্রতিবছর প্রযুক্তির ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন করতেই এখানে জড়ো হয় পৃথিবীর শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
এবারের মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকছে ইলেকট্রনিক্স পণ্যের নানা অনুষঙ্গ। যেখানে আধিপত্য থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর।
এআই চালিত রোবট ও কম্পিউটার থেকে শুরু করে স্বাস্থ্য প্রযুক্তির নানা দিক নিয়ে দর্শনার্থীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সেইসাথে প্রদর্শনীতে থাকছে বৈদ্যুতিক গাড়ি, অত্যাধুনিক ল্যাপটপ, স্মার্ট ফোন, ভিআরসহ বিভিন্ন পণ্যের পসরা।
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সুখবর দিয়েছে টেক জায়ান্ট এনভিডিয়া। অত্যাধুনিক একটি এআই সুপার কম্পিউটার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
এনভিডিয়া সিইও জেনসেং হুয়াহু বলেন, ‘এটাই এনভিডিয়ার সর্বশেষ সুপার কম্পিউটার। যা মার্কেটে প্রজেক্টস ডিজিটস নামে পরিচিত।’
সবাই কম্পিউটারকে একটি সরঞ্জাম হিসেবে ব্যবহার করেন। তাদের জন্য একটি সুপার কম্পিউটারের প্রয়োজন হবে। সেটা মাথায় রেখেই এটি বাজারে নিয়ে আসা। এতে নতুন নতুন অনেক সফটওয়্যার সংযোজন করা হয়েছে
এছাড়া এআই ব্যবহার করার নতুন উপায়ও দর্শনার্থীদের দেখানো হবে। হেলথ ডিভাইসের পাশাপাশি স্বয়ংক্রিয় যানবাহনে একটা পরিবর্তন আনার ধারণাও দিয়েছিল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো।
তবে গাড়ি প্রেমীদের জন্য রয়েছে দুঃসংবাদ, এই বছর সিইএসে থাকছেন না বেশ কয়েকটি বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। তবে হোন্ডা ও ভক্সওয়াগনের সমর্থিত স্টার্ট-আপ স্কাউট নতুন ইলেকট্রিক ভেহিকেল নিয়ে এসেছে বাজারে।
কদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সেজন্য এবারের সিইএসকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
রোববার বিশ্বের নামিদামি প্রযুক্তি উদ্ভাবকরা লাস ভেগাসের মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। সেখানে কয়েকটি দেশের পণ্য আমদানির ওপর ট্রাম্পের বাড়তি শুল্কারোপের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেন কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশনের সিইও গ্যারি শাপিরো।
কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশনের সিইও গ্যারি শাপিরো বলেন, ‘এটি প্রযুক্তি বাজারের জন্য মোটেও ইতিবাচক হবে না। মার্কিন স্টক মার্কেটেও এটি আঘাত আনতে পারে। ব্যবসায়ী ও ভোক্তাদের জন্য বিষয়টি হতাশার । আমি মনে করি যে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক কাজটিই করবেন।’
গেল বছর প্রায় সাড়ে ৪ হাজার নির্মাতা প্রতিষ্ঠান সিইএসে অংশ নিয়েছিল। ৪ দিনব্যাপী কনজ্যুমার ইলেকট্রনিক্স শোর পর্দা নামবে আগামী ১০ জানুয়ারি।