প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

টিকটক নিষেধাজ্ঞা: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যানে আদালতকে ডিওজের আহ্বান

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের নিষেধাজ্ঞা বা বিক্রি সংক্রান্ত একটি আইন বাস্তবায়নে স্থগিত করতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যানে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে)। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত এক প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

গত সপ্তাহে ট্রাম্পের আদালতে জমা দেয়া একটি আইনি আবেদনে বলা হয়, আগামী ২০ শে জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করার পর এ বিষয়ে একটি ‘রাজনৈতিক সমাধানে’ পৌঁছাতে তাকে সময় দেয়া উচিত। । এদিকে আগামী ১০ জানুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।যদি আদালত বাইটড্যান্সের পক্ষে রায় না দেয় তাহলে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের একদিন আগে অর্থাৎ ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে অ্যাপটি।

এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এপ্রিলে পাস হওয়া এই আইন অনুযায়ী চীনা মালিক বাইটড্যান্সকে মার্কিন টিকটক বিক্রি করতে হবে অন্যথায় নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। তবে তখন টিকটক এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ডিওজে জানিয়েছে ব্যবহারকারীদের সংবেদনশীল ডাটাতে চীনের নিয়ন্ত্রণ মার্কিন জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। ডিওজে আরো বলেছে, চীন মার্কিন নাগরিকদের সম্পর্কে সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে। যা মার্কিন স্বার্থকে ক্ষুণ্ন করে।

ট্রাম্পের আইনজীবী আদালতকে আইনটির সময়সীমা বিলম্বিত করার অনুরোধ করেছিলেন, যাতে ট্রাম্পের নতুন প্রশাসন এই ইস্যুর একটি রাজনৈতিক সমাধানে কাজ করতে পারে।

এছাড়া টিকটকও সুপ্রিম কোর্টকে এ আইনটি অবরুদ্ধের আহ্বান জানিয়ে বলেছে, এটি বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করে। যদি আইনটি অবরুদ্ধ না করা হয় তবে যুক্তরাষ্ট্রে নতুন করে টিকটিক অ্যাপটি আর ডাউনলোড করা যাবে না। তবে অ্যাপ পরিষেবাগুলো কাজ করা বন্ধ না করা পর্যন্ত বিদ্যমান ব্যবহারকারীরা এখনো অ্যাপটি ব্যবহার করতে পারবে।

এএম