প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ডাটা সেন্টারে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডাটা সেন্টারে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এ ডাটা সেন্টারগুলো মূলত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে এবং ক্লাউড অ্যাপ্লিকেশনকে চালতে সাহায্য করে থাকে। তবে মাইক্রোসফট জানিয়েছে এ বিনিয়োগের অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রে ডাটা সেন্টার নির্মাণে ব্যয় করা হবে।

মাইক্রোসফট বলেছে, এআই প্রযুক্তির বিকাশ মূলত ডাটা সেন্টারের মতো অবকাঠামোতে বড় আকারের বিনিয়োগের ওপর নির্ভরশীল। এজন্য কোম্পানিটি মার্কিন সরকারের কাছে এআই প্রযুক্তির বিকাশে বিশ্ববিদ্যালয় গবেষণা এবং ন্যাশনাল সাইন্স ফাউন্ডেশনে তহবিল বাড়ানোর আহ্বান জানিয়েছে।

মাইক্রোসফট স্বীকার করেছে, আগামী দিনে এআই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে অনেকেই চাকরি হারাতে পারে, তবে কোম্পানিটি বিশ্বাস করে কর্মক্ষেত্রে এআইয়ের ব্যবহার নতুন সুযোগও তৈরি করবে। এর অংশ হিসেবে স্মার্টফোন ও ল্যাপটপে এআই টুলের ব্যবহার শেখার ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট।

বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতা চীনের থেকে এগিয়ে থাকতে যুক্তরাষ্ট্রে তৈরি এআই প্রযুক্তি রপ্তানি বাড়ানোর আহ্বান জানিয়েছে মাইক্রোসফট।—এনগ্যাজেট

এএম