প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ভিডিওতে নোট লেখার সুবিধা দেবে ইউটিউব

চলতি বছরের জুনে ইউটিউব ভিডিওতে নোট লেখার ফিচার চালুর বিষয়ে জানানো হয়েছিল। বর্তমানে ফিচারটির পরীক্ষামূলক ব্যবহারের পরিধি বাড়াচ্ছে গুগল। এজন্য নির্বাচিত ব্যবহারকারীদের পাইলট প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ব্যবহারকারীরা ইউটিউবে থাকা ভিডিওতে দরকারি নোট যুক্ত করবে। এর মাধ্যমে ইউটিউব কমিউনিটিতে থাকা তথ্যের পরিধি বাড়বে।

নতুন এ ফিচারের অধীনে কোনো ভিডিওতে সমস্যা থাকলে ব্যবহারকারীরা সাইন আপ করে নোট দিতে পারবে। নোট সাবমিট করার পর বাকি ব্যবহারকারীরা সেটি দেখতে ও রিভিউ দিতে পারবে।

রিভিউয়ের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ মনে হওয়ার পরই নোট পাবলিশ করা হবে। নোট প্রকাশ পাওয়ার পর ব্যবহারকারীদের নোটিফিকেশন দেয়ার মাধ্যমে জানাবে ইউটিউব। বর্তমানে শুধু মোবাইল ডিভাইসে ফিচারটি ব্যবহার করা যাবে।

পাইলট প্রোগ্রামে যারা যুক্ত হচ্ছে তারা ভিডিওর নিচে বর্তমানে অ্যাড নোট নামের একটি অপশন দেখতে পাবে। কোনো নোট যুক্ত করতে চাইলে যথাযথ সূত্রও যুক্ত করতে হবে এবং সেটি যেন সহজ, বোধগম্য ও পক্ষপাতমুক্ত হয়।

ইউটিউবের নতুন ফিচার বর্তমানে ইনভাইট-অনলি ভাবে কাজ করছে। অর্থাৎ যাদের আমন্ত্রণ জানানো হবে তারাই এটি ব্যবহার বা পরীক্ষা করতে পারবে। এছাড়াও সংখ্যালঘু, শিশু-কিশোর ও প্রাইভেট ভিডিওতে এ ফিচার ব্যবহার করা যাবে না।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর