গুগল নিজেদের এক ব্লগ পোস্টে জানায়, বিদ্যমান নিরাপত্তা ফিচারের ওপর নির্মিত এই আপডেটটি ব্যবহারকারীদের স্মার্টফোনের ওপর কনট্রোল ও সিকিউরিটি আরও বাড়াবে, যা স্মার্টফোন চুরির শঙ্কাও অনেকাংশে কমিয়ে দিবে বলে মনে করেছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৫-এ ফেইল্ড অথেন্টিকেশন নামে লক চালু হয়েছিল। যেখানে কোনো ডিভাইস থেকে বার বার ভুল লগইন দেয়া হলে গুগলের সিস্টেম সেই ডিভাইসকে লক করে দিত। তবে এখন থেকে এ ফিচার চালানো আরও সহজ হবে। গুগল ফিচারটি চালু বা বন্ধ করতে সেটিংসে একটি বিশেষ টগল যোগ করেছে।
আরও পড়ুন :
এরই সঙ্গে গুগল আরও জানায়, গত বছর চালু হওয়া আইডেন্টিটি চেক ফিচারটি, যা ব্যবহারকারীর ডিভাইস আনলকের ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করে রের্কডে থাকা চিহ্নিত স্থান ওপর ভিত্তি করে। এখন গুগল এই ফিচারটিকেও আরও অ্যাপে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে, যেমন থার্ড-পার্টি ব্যাংকিং অ্যাপ ও গুগল পাসওয়ার্ড ম্যানেজারে এই ফিচার থাকবে। এতে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ ডিভাইস ও তথ্য আরও সুরক্ষিত থাকবে দাবি করেছে গুগল।
এছাড়াও গুগল পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ডকে আরও শক্তিশালী করতে, সিস্টেমের লকআউট সময় বাড়াতে যাচ্ছে বলে জানিয়েছে।





