জিমেইলে জেমিনি এআইয়ের নতুন ফিচার আনছে গুগল

জিমেইল ও জেমিনির প্রতীকী ছবি
জিমেইল ও জেমিনির প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের জিমেইলে এআই নির্ভর জেমিনি ফিচারে আপডেট আনছে। এ ফিচারের মাধ্যমে এখন থেকে ইনবক্সে আসা দীর্ঘ ইমেইল থ্রেড থেকে স্বয়ংক্রিয়ভাবে সারসংক্ষেপ করে উপস্থাপন করা হবে। এছাড়া ইমেইলের কন্টেন্ট অনুসারে আরও উন্নতমানের অটোমেটেড রিপ্লাই তৈরির ফিচারও যোগ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গুগল জানিয়েছে, এ আপডেট ফিচারগুলো ধাপে ধাপে চালু করা হবে। তবে কিছু ফিচার ব্যবহারকারীদের ইনবক্সে ডিফল্টভাবে চালু করা থাকবে। কোনো ব্যবহারকারী যদি নতুন ফিচার ব্যবহার না করতে চাই, তাহলে তারা সহজে ফিচার থেকে নিজের অ্যাকাউন্ট অপ্ট আউট বা বের করা নিতে পারবে।

আরও পড়ুন:

নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে জিমেইলের ইনবক্সের আসা দীর্ঘ ইমেইল জেমিনি দিয়ে সারসংক্ষেপ রূপে উপস্থাপন। এর মাধ্যমে ইমেইলের মূল বিষয়গুলো এক নজরে দেখা যাবে। পাশাপাশি গুগলের সার্চে ব্যবহৃত ‘এআই ওভারভিউ’ সুবিধাও এবার যুক্ত হবে জিমেইলে।

গুগলের তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে জিমেইলের ব্যবহারকারী সংখ্যা এখন ৩০০ কোটির বেশি। এর আগে জেমিনি এআই দিয়ে ইমেইল লেখার পাশাপাশি লেখার বানান চেক, ব্যাকরণ সংশোধন আরও কয়েকটি ফিচার চালু করেছিল গুগল। তবে নতুন ‘সাজেসটেড রিপ্লাই’ ফিচারটি আগের ‘স্মার্ট রিপ্লাই’-এর আরও উন্নত সংস্করণ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এএম