প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ক্রোমের নিরাপত্তা ফিচারে পরিবর্তন আনছে গুগল

ব্যবহারকারীদের সুরক্ষায় ক্রোমের নিরাপত্তা ফিচারে নতুন পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। মূলত ক্রোম ব্রাউজারের ডাউনলোড অভিজ্ঞতায় নতুনত্ব আনতে যাচ্ছে আলফাবেট মালিকানাধীন কোম্পানিটি।

গুগলের বিবৃতি অনুযায়ী, এখন থেকে ক্রোম ব্রাউজার ডাউনলোডের সময় ক্ষতিকর ফাইল ও ডকুমেন্টস শনাক্ত করতে পারবে। এজন্য গুগলের সেফ ব্রাউজিং প্রযুক্তি ব্যবহার করবে গুগল।

আলাদা আইকন, রং ও লেখা ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডাউনলোড করা ফাইল আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে বলে জানিয়েছে গুগল।

যে-সব ব্যবহারকারীর ব্রাউজারে এনহ্যান্সড প্রোটেকশন মোড চালু আছে গুগল তাদের ডাউনলোড করা ফাইল স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করবে। ফলে ডিভাইসে কোনো ক্ষতিকর ফাইল আছে কি না তা জানার জন্য আলাদা করে ম্যানুয়াল স্ক্যানের প্রয়োজন হবে না।

বিবৃতিতে গুগল জানায়, ডাউনলোডের ক্ষেত্রে নতুন সুবিধা দেয়ার মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপত্তা স্তর এড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি গুগল ক্রোম ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত যে-সব অভিযোগ ছিল সেগুলোও অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

এএইচ