গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

পিক্সেল ট্যাবলেট থ্রি আনছে না গুগল

গুগলের পিক্সেল ট্যাবলেট টু এখনো প্রকাশ্যে আসেনি। সেখানে অন্য এক প্রতিবেদনে বলা হয় কোম্পানি হয়ত এর পরের প্রজন্ম পিক্সেল ট্যাবলেট থ্রি নিয়ে কাজ করছে। মূলত ২০২৩ সালের গ্রীষ্মে ট্যাবলেটের বাজারে পুনরায় প্রবেশের পর এ গুঞ্জন ওঠে।

তবে অ্যান্ড্রয়েড হেডলাইন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে কিয়োমি কোডনেমে পিক্সেল ট্যাবলেট থ্রি ডিভাইসের যে উন্নয়ন কার্যক্রম চলমান ছিল গুগল তা বন্ধ করে দিয়েছে। ফলে সহসাই এ নামের কোনো ডিভাইস বাজারে আনছে না মার্কিন এ প্রযুক্তি জায়ান্টটি।

প্রতিবেদন সংশ্লিষ্ট ও এ বিষয়ে অবগত সূত্রের দাবি, গত সপ্তাহেই এ সিদ্ধান্তের বিষয়ে অভ্যন্তরীণ দলগুলোকে জানিয়েছে গুগল। আগে যেসব কর্মী পিক্সেল ট্যাবলেট থ্রি এর উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের অন্য প্রকল্পে যুক্ত করা হয়েছে বলেও জানা গেছে।

প্রযুক্তিবিদদের মতে, প্রতিবেদনের তথ্য ও সূত্রের দাবি সত্য হলে গুগল পারতপক্ষে লম্বা সময়ের জন্য ট্যাবলেট ডিভাইস ডেভেলপমেন্ট থেকে সরে দাঁড়ালো। সেক্ষেত্রে প্রশ্ন রয়েছে তাহলে কী ট্যাবলেট টু ই সবশেষ ডিভাইস হতে যাচ্ছে।

বাজার সংশ্লিষ্টদের মতে হ্যাঁ। এটাই পিক্সেল ট্যাবলেট ডিভাইসের সবশেষ সংস্করণ হতে যাচ্ছে। কিন্তু ঠিক কোন কারণে গুগল অ্যান্ড্রয়েড ট্যাবলেট ডিভাইস তৈরি করা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

এএইচ