সার্চ মার্কেটের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য তৈরির মাধ্যমে অবৈধ সুবিধা নিচ্ছে গুগল। গেল আগস্টে এমন রায় দেন মার্কিন আদালত। মূলত অ্যান্ড্রয়েড মোবাইলগুলোয় ক্রোমকে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা থাকে। ব্যবহারকারীদের অ্যাক্টিভিটি মনিটরিং করায় টার্গেট প্রমোশনও পারদর্শিতা রয়েছে এই ব্রাউজারের। তাই বিজ্ঞাপনদাতারা ব্রাউজার হিসেবে বেছে নেন ক্রোমকে।
আধিপত্য ভাঙ্গতে অ্যালফাবেটের মালিকানাধীন প্রতিষ্ঠানটি বিক্রিতে বাধ্য করতে আদালতের কাছে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিচার বিভাগ। আদালত এমন সিদ্ধান্ত নিলে টেক দুনিয়ায় ঐতিহাসিক হিসেবে স্বীকৃত হবে এই রায়।
বর্তমানে ক্রোমকে বিক্রির জন্য চাপ দেয়ার কথা উঠলেও এর আগে অ্যান্ড্রয়েড সিস্টেমকেই বিক্রি করতে চাপ দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলো বিচার বিভাগ।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গে প্রতিবেদন প্রকাশের পর পুঁজিবাজারে প্রায় ২ শতাংশ দরপতন দেখেছে গুগল।